রবিবার, অক্টোবর ১৫, ২০১৭

ছাইড়া গেলাম মাটির পৃথিবীঃ Obscure

ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই!
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!

রক্তে আমার মিইশা ছিল সুরেরই ছোঁয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সঙ্গীতের খেয়া!
আশায় আশায় কাটলো জীবন ভর
পার হই নাই তবু সুর সাগর!
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!


কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়?
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়?
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাঙ্গলো কেন সুরেরই স্বপন?
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!


সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন!
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন